Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৭ নভেম্বর, ২০১৮ ০২:২৫

সফেন রত্নগর্ভা মা স্বর্ণপদক পেলেন ১৬ মহীয়সী নারী

নিজস্ব প্রতিবেদক

সফেন রত্নগর্ভা মা স্বর্ণপদক পেলেন ১৬ মহীয়সী নারী

সফেন রত্নগর্ভা মা স্বর্ণপদক-২০১৮ পদক পেলেন ১৬ জন মহিয়সী নারী। গতকাল বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মহিয়সী নারীদের এ বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাবেক রাষ্ট্রদূত  ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান ড. এ কে এ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল উদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা ড. মো. নূরুল আলম প্রমুখ বক্তব্য দেন। পরে ১৬ জন রত্নগর্ভা জননীকে স্বর্ণপদক প্রদান করা হয়। তারা হলেন— অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মা মরহুমা সৈয়দা সাহারা বানু চৌধুরী, সাংবাদিক নেতা বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদের মা মরহুমা মমতাজ সালাম, কর্নেল হুমায়ুন কাইয়ুমের মা ইকবালা বেগম প্রমুখ। শাবান মাহমুদসহ রত্নগর্ভা জননীর পরিবারের সদস্যরা স্বর্ণপদক গ্রহণ করেন।


আপনার মন্তব্য

এই পাতার আরো খবর