রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে দুই স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ

অপহূত দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর কাশীপুর গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী রহস্যজনকভাবে চারদিন ধরে নিখোঁজ হয়েছে। বুধবার সকালে নিজ নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর তারা নিখোঁজ। এরপর অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে দুই ছাত্রীর কান্না অভিভাবকদের শোনানো হলে তারা অপহূত হয়েছে বলে ধারণা করেন অভিভাবকরা। এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজদের একজনের মা।  জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকাল ৩টার মধ্যে বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন তারা। স্কুুলে গেলে সেখানকার শিক্ষকরা জানান, দুই ছাত্রী বুধবার স্কুুলেই আসেনি। রাতে মুঠোফোন থেকে কল দিয়ে এক ছাত্রীর কান্না শোনানো হয়। সে কোথায় আছে জানতে চাইলে ফোন কেটে দেয়। একই নম্বর দিয়ে শুক্রবার রাতে ফোন করা হয় আরেক ছাত্রীর বাড়িতে। এক ছাত্রীর অভিভাবকের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে তার। এর জের ধরে প্রতিপক্ষরা তার মেয়েকে অপহরণ করতে পারে।  নগরীর বিমান বন্দর থানার ওসি এম আর মুকুল জানান, দুই ছাত্রী অপহূত হয়েছে নাকি স্বেচ্ছায় আত্মগোপন করেছে, সেটা এখনই বলা ঠিক হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ এই ঘটনার রহস্য উদঘাটনের কাছাকাছি পৌঁছে গেছে। তাদের উদ্ধারের পরই রহস্যের সুরাহা হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর