রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আয়কর মেলায় পঞ্চম দিনে ২৯০ কোটি টাকা আয়

সকাল থেকে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহব্যাপী আয়কর মেলার ৫ম দিন সর্বোচ্চ ব্যবহার করেছেন করদাতা ও সেবাগ্রহীতারা। গতকাল ছুটির দিনে মেলায় ২৯০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭০৮ টাকা আয়কর পেয়েছে সরকার। করদাতাদের ব্যাপক সমাগমে তিল ধারণের ঠাঁই ছিল না রাজধানীর অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গণে। মেলায় সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছিল। করদাতাদের ব্যাপক সাড়ার মধ্যদিয়ে গতকাল দেশের ৮টি বিভাগ, ৫২টি জেলা এবং ১৩টি উপজেলাসহ মোট ৭৩টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মতোই মেলার পঞ্চম দিন সারা দেশে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে পেশাজীবী, চাকরিজীবী, তরুণ করদাতা, নারী    করদাতা, অনলাইন রিটার্ন দাখিল বুথে করদাতাদের ছিল সরব উপস্থিতি।

এদিকে গতকাল আয়কর মেলায় অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর সদস্য জিয়াউদ্দিন মাহমুদ। তিনি বলেন, অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম এনবিআরের নতুন উদ্ভাবনীমূলক উদ্যোগ। এর মাধ্যমে করদাতারা আধুনিক পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর