রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আগামী নির্বাচন খালেদার মুক্তির নির্বাচন

——— কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে মেনেই মুক্তিযুদ্ধ করেছে। তাহলে বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের মধ্যে এত ভেদাভেদ কেন? তিনি বলেন, বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের মধ্যে ভেদাভেদ না থাকলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন না। প্রধানমন্ত্রী হতাম আমি। প্রধানমন্ত্রী হতেন ড. কামাল হোসেন। প্রধানমন্ত্রী হতেন তোফায়েল আহমেদ। গতকাল বিকালে সখীপুরে তাঁর বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবীর বলেন, বাংলাদেশে এত বড় কারাগার নেই যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা  যায়। আগামী নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে  মুক্ত করার নির্বাচন। তিনি বিএনপি সমর্থকদের উদ্দেশে বলেন, ধানের শীষকে রক্ষা করতে গামছা লাগবে। ধানের শীষ এখন আর বিএনপির প্রতীক নয়, এটি এখন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক। আতোয়ার রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ, হাবীবুর রহমান তালুকদার বীরপ্রতীক প্রমুখ বক্তব্য দেন।

কাদের সিদ্দিকী বলেন, শুধু হেফাজতের রক্তের জন্যে বাংলাদেশ থেকে নৌকা মুছে যাবে। আমি নির্বাচনই করতে চাই না, সারা দেশ ঘুরে শেখ হাসিনাকে দেখাতে চাই উনি তলাফাটা নৌকা নিয়ে কতদূর যেতে পারেন। তিনি একাই বঙ্গবন্ধুর কন্যা নন, আমিও বঙ্গবন্ধুর রাজনৈতিক পুত্র। আমার গায়ে বঙ্গবন্ধুর রক্ত না থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর