শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে এক বছরে আক্রান্ত ৪৫

বিশ্ব এইডস দিবস আজ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে এইচআইভি/এইডস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫১ জন। এর  মধ্যে ৩৪২ জন নিয়মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অধীনে চিকিৎসা সেবা নিচ্ছেন। বাকি ৯ জনের অবস্থা তুলনামূলক ভালো হওয়ায় তারা চিকিৎসকের পর্যবেক্ষণে আছে। তবে এ বছর (২০১৭ ডিসেম্বর থেকে নভেম্বর ২০১৮) নতুন করে ৪৫ জন রোগীর রক্তে এইচআইভি/এইডস রোগের ভাইরাস পাওয়া গেছে। চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।   জানা যায়, ২০১৭ সালে চর্মরোগ চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধীনে ‘এন্টি রেট্রোভাইরাল থেরাপি’ (এআরটি) নামে একটি কর্নার চালু করা হয়। এ সেন্টারে এইডসে আক্রান্তদের সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।  চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান ডা. রফিকুল মাওলা বলেন, ‘এইডস রোগে আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালে একটি এআরটি কর্নার চালু করা হয়। এ কর্নারে সম্পূর্ণ বিনামূল্যে এইডস আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি বছর নতুন করে ৪৫ জনের রক্তে এইচআইভি/এইডস রোগের ভাইরাস পাওয়া যায়।’ তিনি বলেন, ‘চট্টগ্রামে তুলনামূলক হারে এইডস রোগী বেশি বাড়ছে। আজ বিশ্ব এইডস দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘এইডস পরীক্ষা করুন, নিজেকে জানুন।’ দিবস উপলক্ষে চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধীনে আজ বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। তাছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে হবে আলোচনা সভা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর