শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় ছাত্রীদের নিয়ে সাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ছাত্রীদের নিয়ে সাইকেল র‌্যালি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গতকাল বগুড়ায় পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীর অংশগ্রহণে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

ক্রিং ক্রিং শব্দে কিছুক্ষণের জন্য থমকে গেল বগুড়া শহরের রাস্তার দুই পাশের হাজার হাজার নারী-পুরুষ। স্কুলের অদম্য কিশোরীরা কমলা রঙের টি-শার্টে সাইকেলে চেপে বগুড়া শহর প্রদক্ষিণ করল। আয়োজকদের দাবি, পাঁচ শতাধিক মেয়ে শিক্ষার্থী নিয়ে র‌্যালিটি দেশে ইতিহাস সৃষ্টি করেছে। এর আগে বিশ্বের কোথাও নারীদের নিয়ে নারী নির‌্যাতন প্রতিরোধবিরোধী এত বড় র‌্যালি হয়নি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, ২০১৮ উপলক্ষে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয় ও বেসরকারি কিছু সংস্থার সহযোগিতায় গতকাল সকাল সাড়ে ১০টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরনো ভবন থেকে র‌্যালিটি বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। নারীর প্রতি সম্মান জানিয়ে কমলা, গোলাপি, সাদা রঙের বেলুন মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়। কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম। বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী, আস্থা প্রকল্পের বগুড়ার সমন্বয়ক মাসুদা ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, ইউএনএফপির ট্রেনিং অফিসার রুমানা পারভিন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, কবি সিকতা কাজল, বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী খায়রুন নাহার খুশি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর