শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

২৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে খেলাফত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন দলীয় প্রতীক বটগাছে ২৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রার্থীরা হলেন ঢাকা-২ দলের আমির মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, ঢাকা-৭ মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, ব্রাহ্মণবাড়িয়া-৩ নায়েবে আমির মাওলানা মুজীবুর রহমান হামিদী, চট্টগ্রাম-৫ যুগ্মমহাসচিব মাওলানা মীর ইদ্রিস, কুমিল্লা-১ সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, কুমিল্লা-৮ মাওলানা আবুল ফারাহ মো. আবদুল আজীজ, ঢাকা-৪ হাজী আবদুল মালেক, চট্টগ্রাম-৯, ১১ ও ১৩     মাওলানা রশিদুল হক বিএসসি, সিলেট-১ মাওলানা নাসির উদ্দীন, ফরিদপুর-২ অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, বরিশাল-৪ মাহবুবুল আলম দুলাল, শরীয়তপুর-১ মাওলানা আবদুস সামাদ কাসেমী, শরীয়তপুর-২ মাওলানা মাহমূদুল হাসান, গাইবান্ধা-১ হাফিজুর রহমান সরদার, পিরোজপুর-৩ মাওলানা আবদুুল লতীফ সিরাজী, টাঙ্গাইল-৫ সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা, ফেনী-১ মাওলানা আনোয়ার উল্লাহ ভুইয়া, নোয়াখালী-১ মাওলানা জিয়াউল হক শহীদি, নোয়াখালী-৩ মাওলানা ওমর ফারুক, নোয়াখালী-৪ মাওলানা ফরিদ আহমাদ, জামালপুর-৫ মোহা. বেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন ও পাবনা-৫ আসনে মাওলানা ইসমাইল হোসাইন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর