শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে মাঠে পেশাজীবীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিজয়ের লক্ষ্যে চট্টগ্রামে মাঠে নেমেছেন পেশাজীবীরা। পেশাজীবীদের বৃহত্তম জাতীয় মোর্চা পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম শাখা গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা করে। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের প্রস্তাব তুলে ধরে। মতবিনিময় সভায় প্রধানত নারী, তরুণ ও পেশাজীবী ভোটারদের জাতীয় উন্নয়ন-অগ্রযাত্রর স্বার্থে আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিজয়লাভের গুরুত্ব সম্পর্কে নানাভাবে সচেতন করার তাগাদা দেওয়া হয়। এতে বলা হয়, উন্নয়ন অব্যাহত রাখা ও ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে প্রগতির শক্তিকে নির্বাচনে বিজয়ী করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। মৌলবাদী শক্তির সঙ্গে যখন প্রগতির শক্তি দাবিদার কেউ কেউ জোট বাঁধে, যখন রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে বিদেশি শক্তির প্রণোদনায় অপপ্রচার চলে তখন দেশপ্রেমিক পেশাজীবীসহ কারোরই ঘরে বসে থাকার উপায় নেই। পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেণু কুমার দে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী প্রমুখ।

 আইইইবি চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মো. চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি বেগম সৈয়দা তাহেরা, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারা বেগম, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, মুক্তিযোদ্ধা ও পরিবেশ সংগঠক অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর