শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বিশ্ব এইডস দিবস আজ

বিশ্বে সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

আজ বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য হলো ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’। এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায় ১৯৮৮ সাল থেকে দিবসটি পালন করে আসছে। ইউএনএইডসের তথ্যমতে বর্তমানে বিশ্বে প্রায় ৩৪  মিলিয়ন  মানুষ এইডসে আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি) মানুষ এ মারণঘাতী রোগে মৃত্যুবরণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

এদিকে চট্টগ্রামে এইচআইভি/এইডস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫১ জন। এর  মধ্যে ৩৪২ জন নিয়মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অধীনে চিকিৎসা সেবা নিচ্ছেন। বাকি ৯ জনের অবস্থা তুলনামূলক ভালো হওয়ায় তারা চিকিৎসকের পর্যবেক্ষণে আছে। তবে এ বছর (২০১৭ ডিসেম্বর থেকে নভেম্বর ২০১৮) নতুন করে ৪৫ জন রোগীর রক্তে এইচআইভি/এইডস রোগের ভাইরাস পাওয়া গেছে। চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।   জানা যায়, ২০১৭ সালে চর্মরোগ চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধীনে ‘এন্টি রেট্রোভাইরাল থেরাপি’ (এআরটি) নামে একটি কর্নার চালু করা হয়।

এ সেন্টারে এইডসে আক্রান্তদের সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।  চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান ডা. রফিকুল মাওলা বলেন, ‘এইডস রোগে আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালে একটি এআরটি কর্নার চালু করা হয়। এ কর্নারে সম্পূর্ণ বিনামূল্যে এইডস আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি বছর নতুন করে ৪৫ জনের রক্তে এইচআইভি/এইডস রোগের ভাইরাস পাওয়া যায়।’ তিনি বলেন, ‘চট্টগ্রামে তুলনামূলক হারে এইডস রোগী বেশি বাড়ছে। আজ বিশ্ব এইডস দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘এইডস পরীক্ষা করুন, নিজেকে জানুন।’ দিবস উপলক্ষে চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধীনে আজ বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। তাছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে হবে আলোচনা সভা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর