শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় পার্টি-জেপিতে আসন নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রাথমিক আসন বণ্টনের চিত্রে জোট শরিক জাতীয় পার্টি-জেপির নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান দশম জাতীয় সংসদে জেপির দুজন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে দলটির চেয়ারম্যান ও পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। ১৪ দলের অন্য কোনো শরিক দলেরও কেউ মনোনয়নপত্র দাখিল করেননি পিরোজপুর-২ আসনে। তবে জেপির বর্তমান আরেক সংসদ সদস্য মো. রুহুল আমিনের নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ (রৌমারী) আসনে আওয়ামী লীগ একজনকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়ায় অসন্তুষ্ট জেপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতা- কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে রুহুল আমিন জেপির নির্বাচনী প্রতীক ‘বাইসাইকেল’ মার্কায় কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। ৫ জানুয়ারির নির্বাচনে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও রুহুল আমিন সরাসরি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে আসেন। অথচ এই আসনে এবার আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে মনোনয়নের প্রত্যয়নপত্র দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর