শিরোনাম
শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টঙ্গী ময়দানে ভোটের আগে অনুষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

টঙ্গী ময়দানে ৩০ ডিসেম্বরের আগে তাবলিগ জামাতের ‘জোড় ইজতেমা’সহ যে কোনো ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়ে চিঠি দিয়েছেন ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান। ২৪ নভেম্বর তাবলিগ জামাত বাংলাদেশের পক্ষ থেকে টঙ্গী ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনে আবেদন করা হয়। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচনের আগে এ ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ইসি। এ নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 তাবলিগ জামাতের এক পক্ষ আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি এবং অন্য পক্ষ ১৮, ১৯ ও ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তারিখ নির্ধারণ করেছিল। তাবলিগ জামাতের দুই পক্ষ পৃথক তারিখ নির্ধারণ করায় জানুয়ারিতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব স্থগিত করা হয়। টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে গত ১৬ নভেম্বর সচিবালয়ে বৈঠক হয়। তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন সংগঠনের আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে জানানো হয়, জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোটের কাজে নিয়োজিত থাকতে হয়। দুই পক্ষ আলাদা আলাদা হয়ে দুই দফায় চারবার ইজতেমা করলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই পক্ষই জানুয়ারিতে ইজতেমা না করার বিষয়ে সম্মত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষই একমত হয়েছে যে, এটি পরে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর