শিরোনাম
শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঢাবিতে অনুষ্ঠানে বক্তারা

# মিটুতে উঠে আসবে নারীদের বাস্তব অবস্থা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশের অর্থনৈতিক উন্নতি হওয়া সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। বছরের পর বছর নারীরা নিঃশব্দে এ সহিংসতা সহ্য করে যাচ্ছেন। কিন্তু ‘মিটু’র মাধ্যমে তারা মুখ খোলার সুযোগ পেয়েছেন। আশা করা যায়, এর মাধ্যমে সমাজে নারীদের বাস্তব অবস্থা উঠে আসবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপে দক্ষিণ এশীয় নারী দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘সাংগাত’ নামে একটি দক্ষিণ এশীয় নারীবাদী সংগঠন এর আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সাংগাত বাংলাদেশের কোর কমিটির সদস্য খুশি কবীর, ফওজিয়া খোন্দকার ইভা, সহকারী সমন্বয়ক মোশফেক আরা শিমুল প্রমুখ।

খুশি কবীর বলেন, ‘বিশ্বব্যাপী নারীদের যে মিটু আন্দোলন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ মিটু আন্দোলনের সূচনা করছি। আমাদের প্রত্যাশা মিটুর মাধ্যমে সমাজে যা ঘটছে, যা ঘটে চলেছে, তা উন্মোচন হবে।’ অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধের ওপর গান, নাটক, দলীয় নৃত্য, ডকুমেন্টারি পরিবেশন করা হয়। পরে মিটু স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর