সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাধাগোবিন্দ অষ্টকালীন লীলা কীর্তন শুরু

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব শান্তি ও সব জীবের মঙ্গল কামনায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও শ্রীশ্রী রাধাগোবিন্দ অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে পোস্তগোলা জাতীয় মহাশশ্মানে। গতকাল সন্ধ্যায় পোস্তগোলা মহাশশ্মানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। গঙ্গার আহ্বান ও গীতা পাঠ, অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। আজ শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। ৮ ডিসেম্বর শনিবার ভোর ৬ টায় নগরকীর্তন অনুষ্ঠিত হবে। শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালি নগর কীর্তন শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসব সমাপণী হবে। নামসুধা পরিবেশন করবেন বরিশালের গোপালকৃষ্ণ সম্প্র্রদায়, সাতক্ষীরার গীতা গোবিন্দ সম্প্র্রদায়, নেত্রকোনার বিমল কৃষ্ণ সম্প্র্রদায়, পটুয়াখালীর শ্রীগুর সম্প্র্রদায়, বরিশালের দাড়িয়াল সম্প্র্রদায়, গোপালগঞ্জের সুধারাম সম্প্র্রদায়, নারায়ণগঞ্জের কেশব সম্প্র্রদায়। কীর্তন চলাকালীন সময়ে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর