মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা রোধে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

পাইপ লাইনে ও সিলিন্ডারে প্রাকৃতিক গ্যাস বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। পাইপ লাইনে ও সিলিন্ডারে তরুলীকৃত প্রাকৃতিক গ্যাস ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস দুর্ঘটনার ঝুঁকি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও বিস্ফোরক পরিদফতরের প্রধান কর্মকর্তাসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৯ নভেম্বর একটি দৈনিকে ‘মৃত্যুফাঁদ থেকে সাবধান, গ্যাস পাইপ লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি, দায় নিচ্ছে না কেউ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ প্রতিবেদনসহ বেশ কয়েকটি প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে রিট দায়ের করেন আইনজীবী অমিত দাশগুপ্ত। রিটের পক্ষে তিনি শুনানি করেন।

সর্বশেষ খবর