শিরোনাম
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘সীমিত কলেবরে সব খবরই পাই’

মাগুরা প্রতিনিধি

‘সীমিত কলেবরে সব খবরই পাই’

মাগুরা সদরসহ চারটি উপজেলায় পাঁচটি পত্রিকার (এজেন্ট) দোকানে বাংলাদেশ প্রতিদিন প্রায় দেড় হাজার কপি বিক্রি হয়। মাগুরা শহরে দুটি পত্রিকার (এজেন্ট) দোকান আছে। একটির নাম বুক সাপ্লাই, এটি শহরের সৈয়দ আতর আলী রোডে অবস্থিত, মালিকের নাম খান শরাফত হোসেন। আর একটির নাম রঞ্জন লাইব্রেরি, শহরের এম আর রোডে অবস্থিত, মালিকের নাম ঝন্টু ঘোষ। মাগুরা বুক সাপ্লাইতে বাংলাদেশ প্রতিদিন চলে ২৭০ কপি। রঞ্জন লাইব্রেরিতে ২০০ কপি বিক্রি হয়। শালিখা উপজেলায় লক্ষণ চন্দ্র মণ্ডল বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন ৪০০ কপি। মহম্মদপুরে পলাশ এন্টারপ্রাইজ বাংলাদেশ প্রতিদিন বিক্রি করে ১৬৫ কপি। শ্রীপুরের এজেন্ট এম আর জিন্নাহ বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন ৩৮০ কপি। অধিকাংশ দোকানেই বিক্রির বিচারে বাংলাদেশ প্রতিদিনের পরেই থাকে প্রথম আলো। এজেন্ট খান শরাফত হোসেন জানান, বাংলাদেশ প্রতিদিনের পাতা কম হলেও গুরুত্বপূর্ণ সব খবরই সংক্ষিপ্ত আকারে ছাপার কারণে পাঠক অল্প সময়ে পড়তে পারেন। যে কারণে পাঠকের কাছে বাংলাদেশ প্রতিদিনের চাহিদাই সবচেয়ে বেশি। এ কাগজটি হকারদের কাছে সকাল ১১টার মধ্যেই শেষ হয়ে যায়। দোকানে কোনো কাগজ থাকলে তা দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। সব পত্রিকাই অবিক্রীত কপি ফেরত নেয়। শুধু বাংলাদেশ প্রতিদিন ফেরত নেয় না, কারণ তার দরকারও হয় না।

সর্বশেষ খবর