বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশাল সিটি করপোরেশনে আতঙ্ক

একদিনে সাত কর্মকর্তা ওএসডি, টেনশনে আরও অনেকেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনে আতঙ্ক

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি করা হয়েছে। নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিকালে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের ওএসডি করা হয়। এরা হলেন- প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমি, পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা, বাজার শাখার সুপারিনটেন্ডেন্ট মো. নরুল ইসলাম,সড়ক পরিদর্শক জাহাঙ্গীর হোসেন এবং যান্ত্রিক শাখার মেকানিক্স শংকর চন্দ্র বনিক। এদিকে অনিয়ম-দুর্নীতির কারণে ৭ জনকে ওএসডি করায় বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রম্নল হাসান বলেন, মেয়র সাহেবও নতুন তিনিও নতুন। তাই কাজের গতি বাড়ানোর জন্য বিভিন্ন শাখায় ৭জনকে রদবদল করা হয়েছে। এর সাথে অন্য কোন কিছুর সম্পর্ক নেই।

হিসাব বিভাগের সহকারি হিসাবরড়্গণ কর্মকর্তা (বাজেট ও অডিট) আক্তারম্নজ্জামানকে হিসাবরড়্গণ কর্মকর্তা এবং প্রশাসনিক বিভাগের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাসকে প্রশাসনিক কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে।  এর আগে গত ১৪ নভেম্বর বিসিসি’র চতুর্থ পরিষদের প্রথম সাধারন সভায় দুর্নীতির বিরম্নদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন মেয়র সাদিক আবদুলস্নাহ। দায়িত্বকালীন সময়ে তিনি সিটি করপেরেশনে সকল প্রকার অনিয়ম-দুর্নীতি দূর করে নাগরিক সেবা বৃদ্ধির ঘোষণা দেন। একই সাথে দুর্নীতিবাজদের স্বেচ্ছায় বিসিসি সরে যাওয়ার আহ্বান জানান ওই সভায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর