বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ গণতন্ত্র মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক

১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। প্রতিবছর সাবেক ছাত্রনেতারা এ দিনটি স্মরণ করেন স্বৈরাচারমুক্ত দিবস হিসেবে। অন্যদিকে জাতীয় পার্টি পালন করে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে। দিনটিকে গণতন্ত্র মুক্তি দিবস উল্লেখ করে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৬ ডিসেম্বর তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে তিনি বলেন, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারের পতন হয়। দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ওই দিন স্বৈরাচার পতনের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আবারও বহুদলীয় গণতন্ত্রের পথচলা। তিনি বলেন, আমাদের গণতন্ত্র আজও নামে বেনামে একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত। দিনটি উপলক্ষে জাতীয় পার্টি আজ বেলা ১১টায় রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের অফিস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। সভাপতিত্ব করবেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর