বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইজতেমা মাঠে হামলার সঠিক রিপোর্ট উপস্থাপনের দাবি ওলামা ফোরামের

নিজস্ব প্রতিবেদক ও টঙ্গী প্রতিনিধি

ইজতেমা মাঠে হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ ফোরাম। এ ছাড়াও ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে টঙ্গী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ওলামা ফোরাম গ্রহণযোগ্য তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রিপোর্ট উপস্থাপনের দাবি জানান। অন্যথায় শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা সা’দপন্থি ওয়াসিমুল ইসলাম, খান সাহাবুদ্দিন নাসিম গংদের গ্রেফতারসহ ৬ দফা দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা কারী আবুল হোসাইন, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা শামসুল হক, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি : এদিকে আমাদের টঙ্গী প্রতিনিধি জানান, ইজতেমা ময়দানে তাবলিগের সাথী, আলেম-উলামা ও ছাত্রদের ওপর সা’দপন্থিদের হামলার প্রতিবাদে গতকাল সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা, গত ১ ডিসেম্বর ইজতেমা ময়দানে প্রস্তুতি কাজ চলাকালে মাওলানা ওয়াসিফুল ইসলাম ও বাহাউদ্দিন নাসিম অনুসারী সন্ত্রাসীদের হামলা ও হত্যাযজ্ঞের নিন্দা জানান।

তারা বলেন, হামলায় জড়িত ও উসকানিদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। টঙ্গীর উলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের উদ্যোগে টঙ্গী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে টঙ্গীর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাসউদুল করীম, বাইতুল আকরাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ইউনুস শাহেদী, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ আবু বকর কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো : (ক) হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও সাহাবুদ্দিন নাসিমসহ টঙ্গী ও উত্তরা থেকে নেতৃত্বদানকারী এবং হামলায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, (খ) আহত-নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা, (গ) ইজতেমা ময়দান শূরাভিত্তিক তাবলিগের সাথী ও ওলামায়ে কেরামের অধীনে ছিল তাদের হাতেই ইজতেমার নিয়ন্ত্রণ হস্তান্তর, (ঘ) কাকরাইলের সব কার্যক্রম থেকে ওয়াসিফ ও নাসিম গংদের বহিষ্কার, (ঙ) ওলামায়ে কেরাম ও শূরাভিত্তিক পরিচালিত তাবলিগের সাথীদের ওপর হামলা-মামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা এবং (চ) বিশ্ব ইজতেমা পূর্বঘোষিত ১৮, ১৯ ও ২০ জানুয়ারি এবং ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে ৬ দফা দাবিতে ৭ ডিসেম্বর বাদ জুমা টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর