শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রবাসী শহর বিশ্বনাথেও সবার প্রিয় পত্রিকা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রবাসী শহর বিশ্বনাথেও সবার প্রিয় পত্রিকা

দেশসেরা কাগজ, কোটি মানুষের দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ বিশ্বনাথ উপজেলায়ও পাঠকপ্রিয়তার শীর্ষে। ‘প্রবাসী শহর’ খ্যাত এ উপজেলার পাঠকদের প্রিয় পত্রিকা এ দৈনিক। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এখানে প্রচার সংখ্যার শীর্ষস্থান দখল করে রেখেছে পত্রিকাটি। উপজেলার বেশিরভাগ পাঠকই বাংলাদেশ প্রতিদিনের। দুপুর ২টার মধ্যেই শেষ হয়ে যায় পত্রিকাটি। স্থানীয় সংবাদপত্র এজেন্ট ও হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ প্রতিদিনের চাহিদা বেড়েই চলেছে। বর্তমানে এ উপজেলায় ২০০ কপি পত্রিকা বিক্রি হয়। সদরের পত্রিকা স্টলে বেলা ২টার মধ্যেই শেষ হয়ে যায় বাংলাদেশ প্রতিদিন। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে মানবজমিন (১৩০), তৃতীয় প্রথম আলো (১১৫), চতুর্থ যুগান্তর (১০০), অন্য জাতীয় দৈনিকগুলোর মধ্যে নয়া দিগন্ত (৫০), সমকাল (৪০), আমাদের সময় (৪০), কালের কণ্ঠ (৩৫), ইনকিলাব (১৫), জনকণ্ঠ (১২) ও ভোরের কাগজ (৫ কপি)। হকার আবদুর রহিম (৪০) ও আনোয়ার হোসেন রাজ (২৭) জানান, মূল্য কম, ছোট কলেবরে সব রকমের খবর ও ছাপার নান্দনিকতায়ই বাংলাদেশ প্রতিদিন পাঠক হৃদয়ে স্থান পেয়েছে। নিয়মিত পাঠক তো আছেনই, অনেক সময় লাইনে কাগজ দিতে গেলে পথিমধ্যে অনেকেই বাংলাদেশ প্রতিদিন চেয়ে নেন। পাঠক চাইলেও অনেক সময় আমরা দিতে পারি না। বিশ্বনাথ উপজেলা সংবাদপত্র এজেন্ট কাজী ফিরোজ এন্টারপ্রাইজের পরিচালক কাজী ফরিদ আহমদ (৫০) বলেন, আমিও বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত পাঠক। দীর্ঘ ১০ বছর ধরে এ উপজেলার পাঠকদের মধ্যে আমি খবরের কাগজ বিলি করছি। এখানে সবচেয়ে বেশি চলে ‘বাংলাদেশ প্রতিদিন’। অনলাইনের এ যুগে অন্য পত্রিকার পাঠক কমলেও দিন দিন বাংলাদেশ প্রতিদিন নতুন নতুন পাঠক তৈরি করছে। আমি মনে করি, বস্তুনিষ্ঠ সংবাদ ও সম্পাদকীয় কলামের কারণেই এটি পাঠকের প্রথম পছন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর