শিরোনাম
শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকায় ভোট দিচ্ছেন মানে শেখ হাসিনাকে ভোট দিচ্ছেন

———— শেখ হেলাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

নৌকায় ভোট দিচ্ছেন মানে শেখ হাসিনাকে ভোট দিচ্ছেন

যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গতকাল প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন —বাংলাদেশ প্রতিদিন

যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘শেখ হাসিনাকে যদি আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, আপনি নৌকায় ভোট দিচ্ছেন মানেই আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিচ্ছেন’। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য কঠিন নির্বাচন। এই নির্বাচনে জয়ী হলে আমরা টিকে থাকব, না হলে আমরা কেউ থাকব না। শেখ হেলাল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে জেতাতে হবে। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে গতকাল বিকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় নেতা এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বক্তৃতা করেন। সভায় যশোরের ছয়টি আসনের বর্তমান সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 শেখ হেলাল বলেন, প্রাচীন ও বড় সংগঠন হিসেবে আওয়ামী লীগের মতো দল থেকে অনেকেই মনোনয়ন চাইতে পারেন। কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। অনেকেই মনোনয়ন পাননি। এটাকে যদি কেউ খারাপভাবে নেন, তাহলে সেটা ভালো রাজনীতি হবে না। যিনিই মনোনয়ন পান আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব নৌকার পক্ষে। আমরা এক থাকলে, ঘর ঠিক থাকলে, ইনশা আল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি কারও নেই। তিনি বলেন, বড় দলে গ্রুপিং থাকবেই। তাই বলে দলের প্রয়োজনের সময় আপনারা কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর