শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দুই পক্ষে চুক্তি সই

মাটির নিচে যাচ্ছে বৈদ্যুতিক তার

নিজস্ব প্রতিবেদক

অবশেষে ঢাকার বিদ্যুতিক লাইনগুলো মাটির নিচে বা আন্ডার গ্রাউন্ডে যাচ্ছে। এ লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং অস্ট্রেলিয়ান কোম্পানি এনার্জিটন-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘কনসালটেন্সি সার্ভিস ফর ফিজিবিলিটি স্ট্যাডি অব রিপ্লেসমেন্ট অব এক্সিসটেন্ট ওভারহেড লাইনস বাই আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক’ শীর্ষক এই চুক্তি সই হয়। এর ফলে ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত হবে। প্রাকৃতিক দুর্যোগকালীন গ্রাহকদের কাছে নিরবিচ্ছিন্নভাবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা যাবে। একইসঙ্গে বিভিন্ন দুর্ঘটনা রোধসহ ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত্ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এবং এনার্জিটন-এর কান্ট্রি ম্যানেজার রিচার্জ মারদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর