শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইজতেমা মাঠে হামলাকারীদের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

ইজতেমা মাঠে হামলাকারীদের বিচার দাবি

বায়তুল মোকাররম মসজিদ থেকে গতকাল বাদ জুমা টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে জাগ্রত মুসলিম জনতার ব্যানারে মিছিল বের করা হয় —বাংলাদেশ প্রতিদিন

টঙ্গীর ইজতেমা মাঠে হামলা চালানোর নেপথ্যে যারা রয়েছেন— তাদের বিচার দাবি করেছেন বায়ইতুল মারুফ মসজিদের খতিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ। গতকাল জুমার নামাজের পর রামপুরা টিভি সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। এ ছাড়া এদিন বিভিন্ন মসজিদ থেকে ইমাম-খতিবদের নেতৃত্বে মুসল্লিরা রাজধানীর নানা স্থানে মানববন্ধন করেছেন। মানববন্ধনকারীদের হাতে মাওলানা সাদবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ছিল। রামপুরার মানববন্ধনে ইয়াহইয়া মাহমুদ আরও বলেন, হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো মসজিদে ওলামায়ে কেরাম এবং ইমামদের নেতৃত্ব ছাড়া তাবলিগের নামে কোনো আলাদা কর্মসূচি পালন করা যাবে না। মাওলানা সাদের নাম নিয়ে কোনো কর্মসূচি পালন করা যাবে না। মনে রাখতে হবে, দ্বীনি কাজ আলেমদের নেতৃত্ব ছাড়া চলে না। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হাসান, মাওলানা শোয়াইব ইবরাহিম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা কাবির হোসাইন, মাওলানা জামিল আহমদ, মাওলানা নুরুল আলম ইসহাকি প্রমুখ।

সর্বশেষ খবর