শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি চার শিক্ষার্থী আটক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেকৃবি সংবাদদাতা

গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শেকৃবি ক্যাম্পাসসহ ঢাকার মোট ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করে মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত পরীক্ষার্থীরা হলেন- শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মো. ইকবাল মাহাবুব, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোছা. রাশিদা আক্তার রজনী, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কেন্দ্র থেকে জয় পাল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে মাহিম খান। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া সাবাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই থেকে চার লাখ টাকার বিনিময়ে তারা জালিয়াতি চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সেকেন্দার আলী পরে সংবাদ সম্মেলনে জানান, ‘তিনজন শিক্ষার্থী মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে ব্যবহারের সময়ই ইলেকট্রনিক ডিভাইস সহকারে ধরা পড়ে। পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও এক শিক্ষার্থী এর মাধ্যমে উত্তরপত্র  সংগ্রহ করার চেষ্টা করেছিল। আমরা তাকেসহ চারজনকে আটক করেছি। এদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পাওয়া গেছে। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’ নৈর্ব্যক্তিক প্রশ্ন কাঠামোতে এ পরীক্ষা সকাল ১০.৩০টায় শুরু হয়ে বেলা ১১.৩০টায় শেষ হয়। ভর্তি পরীক্ষার ফলাফল ১৩ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর