শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বরিশাল সিটি করপোরেশন

কাজ না করলে কারো বেতন নয় : মেয়র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, যারা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর বেতন নিয়ে বাসায় ঘুমিয়ে থাকেন অথবা কোর্ট-টাই পরে অন্য কাজ করেন তাদের বেতন দেবেন না তিনি। জনগণের অর্থে সিটি করপোরেশন পরিচালিত হয়, তাই যে কোনো মূল্যে জনগণের অর্থের সঠিক ব্যবহার সুনিশ্চিত করার কথা বলেন মেয়র। গতকাল দুপুরে নগরের কালীবাড়ী রোডের সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিসিসির দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের সঙ্গে সিটি মেয়রের মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র সাদিক। মেয়র সাদিক আরও বলেন, সিটি করপোরেশনে প্রয়োজনের বেশি দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছে। বিগত মেয়ররা তাদের নিয়োগ দিয়েছেন। এর অনেকেই কোনো কাজ করেন না, ঘরে শুয়ে-বসে অথবা অন্য কাজ করে বেতন ভোগ করেন। ইতিমধ্যে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের হিসাবে (প্রকৃত ও ভুয়া) গরমিলও পাওয়া গেছে বলে জানান সাদিক আবদুল্লাহ। মতবিনিময় সভায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল হাসান, সচিব ইসরাইল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিচুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর