শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ থিয়েটারের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদক

বাংলাদেশ থিয়েটারের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

আনন্দ শোভাযাত্রা, নাট্যমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মঞ্চায়নসহ নানা বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বাংলাদেশ থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনব্যাপী উৎসব। গতকাল সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশ থিয়েটারের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী আমানুল হক এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সন্ধ্যায় নাটক ‘সী-মোরগ’  এর মঞ্চায়নের মধ্য দিয়ে প্রথম দিনের সমাপ্তি ঘটে। দ্বিতীয় দিন আজ বিকাল ৪টায় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক আয়োজন। এর পর সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। রবিবার শেষ হবে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর ৩ দিনের এই উৎসব।  ক্যাম্পাস থিয়েটার উৎসব শুরু : সারা দেশের কলেজ থিয়েটারের নাট্যদলের অংশগ্রহণে শিল্পকলা একাডেমিতে শুরু হলো ক্যাম্পাস থিয়েটার উৎসব। বাছাইকৃত ১২টি নাটক দিয়ে সাজানো হয়েছে এই উৎসব। গতকাল বিকালে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনের এই উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। কাল শেষ হবে তিন দিনের এই উৎসব।

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৭৪৪ জন পুরস্কৃত : ঢাকা মহানগরের ২১টি কলেজের ৭৪৪ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব-২০১৮ তে গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় বিজয়ী পাঠকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সহযোগিতায় ছিল আইএফআইসি ব্যাংক।

সর্বশেষ খবর