শিরোনাম
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কোয়ালিশন সরকার গঠন করবে সিপিবি, প্রার্থী তালিকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে বাম গণতান্ত্রিক জোট জিতলে বিভিন্ন দলের সৎ-যোগ্য, নীতিনিষ্ঠ এমপিদের নিয়ে কোয়ালিশন সরকার গঠন করবে বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। কাস্তে মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন ও আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে দেশকে পূর্ণ গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনব।’ গতকাল পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিবি সভাপতি। এতে স্বাগত বক্তব্য দেন সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল কাফী রতন, ডা. সাজেদুল হক রুবেল, মাববেন্দ্র দেব, মন্টু ঘোষ, সাজ্জাদ জহির চন্দন ও আহসান হাবিব লাবলু। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আগামী পাঁচ বছর দেশ কোন নীতি ও আদর্শের ভিত্তিতে চলবে, তার ম্যান্ডেট নিতেই এ নির্বাচন। নৌকা ও ধানের শীষ দেশের এক ভাগ মানুষের স্বার্থ রক্ষা করে। কিন্তু ৯৯ ভাগ মানুষের স্বার্থরক্ষাকারী একটা মাত্র প্রতিপক্ষ বাম গণতান্ত্রিক জোট। ৯৯ ভাগ মানুষের পক্ষে কাস্তে, মই ও কোদাল মার্কা নিয়ে তারা নির্বাচন করছেন। সিপিবি সভাপতি বলেন, নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে। তারা দক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না, ১৫ টাকার সিডি ১৫ হাজার টাকায় বিক্রি করছে। তারা এখন সিডির ব্যবসা শুরু করেছে। বিভিন্ন প্রশ্নের জবাবে সিপিবি সভাপতি বলেন, এবার নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন নিয়ে অভিযোগের ষোল আনাই সঠিক। তিনি বলেন, লুটপাটের ভালো উৎসব হলো এমপিগিরির ব্যবসা। যখন রাজনীতির সঙ্গে বাণিজ্য যুক্ত হয়, তখনই কিন্তু সর্বনাশ হয়ে যায়। এখান থেকে দেশকে মুক্ত করতে না পারলে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর