রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে বেড়েই চলেছে চাহিদা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বেড়েই চলেছে চাহিদা

রাজধানীর সবচেয়ে কাছের শিল্প শহর গাজীপুরেও শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। মুক্তিযুদ্ধ, আন্দোলন, শিক্ষা, প্রযুক্তি, বিনোদন ইত্যাদির ক্ষেত্রে এগিয়ে চলা গাজীপুরে পাঠকের হৃদয়ে স্থান করে নেওয়া বাংলাদেশ প্রতিদিনের চাহিদা প্রতিদিনই বাড়ছে। রাজনীতি, অসংগতি, অনিয়ম, শিল্প-কৃষি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক ঘটনার তাজা খবর সবার আগে নিরপেক্ষভাবে তুলে ধরার কারণেই এ পাঠক প্রিয়তা।  গাজীপুর জেলার পত্রিকা এজেন্ট মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘গাজীপুরে বেলা ১১ টার মধ্যে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়ে যায়। তারপরও পাঠকের চাহিদা থাকলেও বাড়তি সরবরাহ না থাকায় দেওয়া যায় না।’ তিনি আরও জানান, জেলায় বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি চলার কারণ পত্রিকাটির মূল্য কম। এতে সংক্ষেপে সম্পূর্ণ খবর পাওয়া যায়। গাজীপুর সিটি করপোরেশনের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা এলাকার পত্রিকা হকার মো. বাচ্চু মিয়া জানান, ওই এলাকায় প্রতিদিন সকাল ১০টার মধ্যে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়ে যায়। দামে কম, খবর সঠিক থাকে, খবর বেশি থাকে বলে পত্রিকাটি বেশি বিক্রি হয়। সব কোম্পানির পত্রিকা ফেরত নেওয়া হয়। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ যদি ফেরত নিত- তাহলে পত্রিকাটি সারা দিন স্টলে রেখে বিক্রি করতে পারতাম। এতে করে বিক্রি আরও বাড়ত। সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হকার কাজী মো. আবদুল মান্নান গাজীপুর শহরের পত্রিকা সরবরাহ করেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার মধ্যে বাংলাদেশ প্রতিদিন শেষ হয়ে যায়। কারণ হিসেবে তিনি বলেন, ‘কম খরচে বেশি ও সঠিক খবর পাওয়া যায় বলে শহরে এ পত্রিকার চাহিদা বেশি। বিক্রিও বেশি।’ এদিকে যারা ফেরি করে পত্রিকা বিক্রয় করেন তাদের মধ্যে মো. হারুনুর রশিদ, বাচ্চু মিয়াসহ কয়েকজন বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনের অনেক চাহিদা, কিন্তু আমরা সেই মাফিক পত্রিকা পাই না। বাংলাদেশ প্রতিদিনের সরবরাহ আরও বাড়ালে আমরা আরও বেশি পত্রিকা বিক্রি করতে পারতাম।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর