শিরোনাম
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারও নেই

—শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ হেলাল উদ্দীন এমপি আসন্ন নির্বাচন সম্পর্কে বলেছেন, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারও নেই। গতকাল বিকালে বাগেরহাট স্টেডিয়ামে আয়োজিত বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামী লীগ নেতাদের নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ হেলাল আরও বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছেন শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অন্যপক্ষে রয়েছে বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধী শক্তি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা নিয়ে এসেছি, তা হলো— ৩০ ডিসেম্বরের নির্বাচনে সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। সবাইকে মনে রাখতে হবে,  নৌকায় ভোট দিচ্ছেন মানে শেখ হাসিনাকে ভোট দিচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে নয়- আপনারা আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেবেন। আওয়ামী লীগ সভানেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, সব ভেদাভেদ ভুলে তাকেই বিজয়ী করতে হবে।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম খান, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর