রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৬ দফা ইশতেহার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ দফা ইশতেহার ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোটভুক্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহারে সাংবিধানিক স্বৈরতন্ত্রের উৎস সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল, বহুদলীয় অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা প্রবর্তন, সংবিধানের অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক ও ক্ষুদ্র জাতিসত্তাবিরোধী ধারা বাতিল, আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যকার উপযুক্ত ভারসাম্য নিশ্চিত করা এবং নির্বাহী বিভাগ কর্তৃক বিচার বিভাগ নিয়ন্ত্রণের প্রত্যক্ষ ও পরোক্ষ তৎপরতা রোধ, সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগের বিধান চালু, মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতা খর্ব না করা ইত্যাদি। বিচারবহির্ভূত হত্যাসহ সব রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, রিমান্ডের নামে শারীরিক-মানসিক নির্যাতন ও রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা রোধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও দলীয়করণ বন্ধসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা প্রতিকূল পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করছি। বর্তমান দুঃসহ অবস্থার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ ক্রমে প্রবল হয়ে উঠছে এবং সমাজের ভিতর থেকেই পরিবর্তনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জোরদার হয়ে উঠছে।’

 ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ পেলে এবার জনগণের ভোটজাগরণ ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, শাহাদাৎ হোসেন খোকনসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতীক ‘কোদাল’ নিয়ে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর