রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দুর্নীতিবাজরা জোট বেঁধেছে : ফারুক

যুবলীগের ১৮ নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে ১৮টি জেলা এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে যুবলীগ। এই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা এবং কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করবে। গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ বিশেষ সভায় কমিটি গঠন করা হয়। ৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সদস্য সচিব সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এবং সদস্য হয়েছেন শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী ও কাজী আনিসুর রহমান। এ ছাড়াও সংগঠনের প্রেসিডিয়াম সদস্যদের প্রধান করে ৬ সদস্যের ১৮টি জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ আর দালাল এজেন্টরা জোট বেঁধেছে। এই জোটকে দেশের যুব সমাজ প্রত্যাখ্যান করবে।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের প্রচার পত্রগুলো নিজ নিজ এলাকার সম্মানিত ভোটারদের নিকট পৌঁছে দিতে হবে। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর