সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝিনাইদহে পত্রিকা পৌঁছার পরপরই শেষ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পত্রিকা পৌঁছার পরপরই শেষ

ঝিনাইদহে বাংলাদেশ প্রতিদিন পৌঁছার পর পরই শেষ হয়ে যায়। পরে পাঠকদের অবস্থা হয়ে দাঁড়ায় ‘আরও চাই আরও চাই’। আরও বেশি করে পত্রিকা কেন রাখা হয় না— এ অভিযোগ তাদের। পাঠকের দাবি, বাংলাদেশ প্রতিদিনের আরও বেশি কপি পাঠানো হোক। ঝিনাইদহের এজেন্ট এবং হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে ঝিনাইদহ জেলায় শীর্ষস্থান দখল করে আছে বাংলাদেশ প্রতিদিন। দিন দিন চাহিদা বেড়েই চলেছে। হকাররা পত্রিকা নিয়ে পথে বের হলেই পাঠকরা চান শুধু বাংলাদেশ প্রতিদিন। হকারদের কথা, নিয়মিত পাঠক থাকায় পথের পাঠকের কাছে তারা পত্রিকা বিক্রি করতে পারেন না। জেলায় যে পরিমাণ বাংলাদেশ প্রতিদিনের চাহিদা রয়েছে, সেই পরিমাণ পত্রিকা দেওয়া হয় না। পাঠকরা জানান, বাংলাদেশ প্রতিদিন পাঠকপ্রিয়তার কারণ— এই পত্রিকায় ভালো ভালো সংবাদ পাওয়া যায়। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সবকিছু সংক্ষিপ্ত কলেরবে তুলে ধরা হয়। ফলে পাঠকরা অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি পড়ে ফেলতে পারেন। তাদের কথা, বাংলাদেশ প্রতিদিনকে নির্ভীকভাবে সন্ত্রাস, মাদকের গডফাদার, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আরও বেশি সংবাদ প্রচার করতে হবে। তাহলে মানুষের আরও উপকার হবে। ঝিনাইদহের এজেন্ট মিজানুর রহমান জানান, পত্রিকাটিতে নতুন নতুন সংবাদ থাকায় গ্রাহকদের চাহিদা বেশি। ঝিনাইদহ সংবাদপত্র হকার্স সমিতির নেতা আবদুল ওয়াহেদ বলেন, বাংলাদেশ প্রতিদিনে চমকপ্রদ নানা সংবাদ থাকায় গ্রাহকরা এই পত্রিকার প্রতি ঝুঁকেছেন।

সর্বশেষ খবর