সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে শূন্যতে আটকে গেল জামায়াত

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে নিজেদের প্রার্থী দাবি করেছিল জামায়াত। কিন্তু ২৩-দলীয় জোটের নেতৃত্বে থাকা বিএনপি তাদের সেই দাবিকে পাত্তা দেয়নি। ফলে সিলেটে একটি আসনেও এবার নেই জামায়াতের কোনো প্রার্থী। সিলেটে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বাড়ে গত সিটি নির্বাচনে। বিএনপির প্রার্থী থাকা সত্ত্বেও জামায়াত মেয়র পদে প্রার্থী দিয়েছিল। এ নিয়ে অনেক জল ঘোলা হয় তখন। ক্ষুব্ধ হন বিএনপির নেতা-কর্মীরা। এমনকি বিএনপি  নেতৃত্বাধীন জোট থেকে জামায়াতকে বাদ দিতে তখন কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালেও সিলেটে জামায়াতকে কোনো আসন না দেওয়ার কথা বলছিলেন বিএনপি নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত যেন তাদের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। এবার নির্বাচনে সিলেট-৫ ও সিলেট-৬ আসন দুটি দাবি করেছিল জামায়াত। এ আসন দুটিতে মাওলানা ফরিদ উদ্দিন ও মাওলানা হাবিবুর রহমান জামায়াত থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। সিলেট-৫ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে জামায়াতের প্রার্থী ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন। তবে জিততে পারেননি একবারও। তবে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী হয়ে জয়ী হন ফরিদ উদ্দিন। এরপর ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। অন্যদিকে ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে সিলেট-৬ আসনে পরাজিত হয়েছিলেন মাওলানা হাবিবুর রহমান। পরে ২০০৮ সালে নির্বাচনেও হারেন তিনি।

সর্বশেষ খবর