বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ প্রার্থী শিমুলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

নাটোর-২

নিজস্ব প্রতিবেদক

নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে ‘নির্বাচনী হলফনামায়’ পরপর দুইবার শিক্ষাগত যোগ্যতার জাল সনদ প্রদানের লিখিত অভিযোগ করেছে নাটোর জেলা বিএনপি। এ বিষয়ে সিইসি ও ইসি সচিবের পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে সিইসি ও সচিবকে অনুরোধ করেছে নাটোর জেলা বিএনপি। এদিকে নাটোর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শিমুলের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ থাকায় তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাটোর-২ আসনের সাবেক এমপি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, যিনি এইচএসসি পাস করে নিজেকে এলএলবি পাস দাবি করেন, তার কাছে জনগণ কি প্রত্যাশা করতে পারে? এই মিথ্যা তথ্য দিয়ে তিনি বিগত পাঁচ বছর অবৈধভাবে এমপি ছিলেন। আগামীতে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে এমপি হতে চাইছেন। আমি এ বিষয়ে লজ্জিত।

সর্বশেষ খবর