বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাজেট বাস্তবায়নে নির্বাচনের প্রভাবমুক্ত রাখতে নির্দেশনা

মানিক মুনতাসির

আসন্ন সংসদ নির্বাচনের কোনো নেতিবাচক প্রভাবে বাজেট বাস্তবায়ন যেন বাধাগ্রস্ত না হয় সে জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে অর্থবিভাগ। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় নিয়ে সব ধরনের জটিলতা এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। অর্থবিভাগ থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলোয় পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। অর্থবিভাগ বলেছে, চলমান প্রকল্পের কাজ নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ করা যাবে না। প্রকল্প পরিচালকদের নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে বলা হয়েছে। এমন কী রাজনৈতিক কোনো ইস্যুকে কেন্দ্র করে উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ না রাখারও কড়া নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব মন্ত্রণালয় ও বিভাগের অধীনে মেগা প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে তাদের উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।  সূত্র জানায়, উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে শতভাগ বাজেট বাস্তবায়ন করতে চায় সরকার। এ জন্য সংশ্লিষ্টদের সহায়তা চাওয়া হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিতা না থাকলে আগামী ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এ ছাড়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নও বিঘ্নিত হবে বলে মনে করে অর্থবিভাগ। ফলে রাজনৈতিক কোনো ইস্যুতে যেন এসডিজি অর্জন বাধাগ্রস্ত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগ ও মন্ত্রণালয় সংশ্লিষ্টরা সচেতন থাকলে একাদশ জাতীয় সংসদের চলমান নির্বাচনী কর্মকাণ্ডের কোনো প্রভাবই বাজেট বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে না বলে মনে করে অর্থবিভাগ। এদিকে পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কমার আশঙ্কা থাকলেও তা হয়নি। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে বাজেট ব্যয় হয়েছে ৩৬ হাজার ৪৩৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২০ শতাংশ। গত অর্থবছরের একই সময়েও ব্যয় হয়েছিল ২০ শতাংশ। বাজেট বাস্তবায়নের এই ধারা অব্যাহত থাকলে নির্বাচনের কোনো প্রভাব উন্নয়ন কর্মকাণ্ডে পড়বে না বলে মনে করে পরিকল্পনা কমিশন।  এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপির যে অর্থ ব্যয় হয়েছে তা এযাবতকালের সর্বোচ্চ। তিনি বলেন, নির্বাচনের বছরে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনেক বেশি প্রকল্প দেওয়া হয়েছিল। এ কারণে চলতি বছর ব্যয়ও বেশি হয়েছে।

সেই সঙ্গে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বাজেট বাস্তবায়নের সক্ষমতাও বেড়েছে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর