বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যস্ত সময় কাটছে দুই প্রার্থীর

সিলেট-১

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ছুটছেন ভোটারদের দরজায়। প্রচারণাকালে নৌকার পক্ষে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখতে পাচ্ছেন বলে দাবি করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। অপরদিকে, পরিবর্তনের স্লোগান নিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। গতকাল সকালে সিলেট জেলা জজ কোর্টের আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন ড. এ কে আবদুল মোমেন। এ সময় তিনি বিভিন্ন হলে গিয়ে আইনজীবী সমিতির সদস্যদের কাছে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর মোমেন নগরীর আম্বরখানা ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় গণসংযোগ ও সভা করেন। এ সময় ড. মোমেন বলেন, যেখানেই তিনি প্রচারণা চালাতে যাচ্ছেন সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন। নৌকার পক্ষে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মাঠে কাজ করছে। অনেকে তার বাসা ও অফিসে এসে স্বেচ্ছায় প্রচারপত্র নিয়ে যাচ্ছে বিলি করার জন্য। তিনি বলেন, মানুষ উন্নয়ন চায়। গত ১০ বছরে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তার সুফল মানুষ ভোগ করছে। তাই আবারও তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের করা হয়রানির অভিযোগ প্রসঙ্গে ড. মোমেন বলেন, সিলেট-১ আসনভুক্ত এলাকায় পুলিশ কাউকে হয়রানি করছে না। কালো তালিকায় যেসব অপরাধী রয়েছে পুলিশ তাদের গ্রেফতার করছে। এর সঙ্গে রাজনৈতিক হয়রানির কোনো সম্পর্ক নেই। এদিকে, সকাল থেকে নগরীর আখালিয়া, টুকেরবাজার ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় গণসংযোগ করেন এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না। তাই সবদিকে পরিবর্তনের স্লোগান উঠেছে। এই স্লোগানে সরকার ভীত হয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি শুরু করেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দিয়ে মানুষ এসব হয়রানির জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর