শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিক্ষালয়ের বডিতে থাকতে পারবেন না এমপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

এমপি প্রার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১৪ (২) এবং ১৪ (৪) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এ আদেশে বলা হয়েছে—নির্বাচনের ভোট পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার মনোনীত প্রার্থী বা প্রতিনিধি যেসব প্রতিষ্ঠানে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি অথবা এডহক কমিটির সভাপতির দায়িত্বে আছেন সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভাগীয় শহরে কমিশনার, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর