শিরোনাম
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মাঠে নেই বড় দলের তিন প্রার্থী

নির্বাচনী প্রচারণায় সরগরম বরিশালের ছয় আসন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বড় দুই দল তথা জোটের প্রার্থীদের প্রচারণায় সরগরম জেলার ছয়টি নির্বাচনী এলাকা। তবে বরিশাল-২ ও ৬ আসনে গতকাল পর্যন্ত প্রচারণায় দেখা যায়নি জাতীয় পার্টির দুই প্রার্থী চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা এবং নাসরিন জাহান রত্না আমীনকে। অপরদিকে বরিশাল-৪ আসনেও মাঠে দেখা যায়নি ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের নুরুর রহমানকে।

বরিশাল-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ গতকাল গৌরনদীর টিকাসায় পৌর মেয়র হারিছুর রহমান হারিছের বাড়িতে কর্মিসভায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ আসনের বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন গতকাল দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন। তিনি গৌরনদী উপজেলার হোসনাবাদ, নলগোড়া, কুড়িরচর এবং মিয়ারচর এলাকায় পথযাত্রা এবং পথসভা করেন। বরিশাল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. শাহেআলম দুপুরে বানারীপাড়ায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি বিষারকান্দি, পশ্চিম ইলুহার এবং উত্তরকূলে গণসংযোগ করেন। এ আসনের বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু গতকাল উজিরপুর সদর, ইচলাদী, বরাকোটা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, ষোলক, বামরাইল এবং শিকারপুরে গণসংযোগ করেন। জাতীয় পার্টির প্রার্থী মাসুদ পারভেজ সোহেল রানাকে গতকাল পর্যন্ত মাঠে দেখা যায়নি। বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজার, চাঁদপাশা, ময়দানের হাট এবং বটতলায় গণসংযোগ করেন। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী পংকজ নাথ গতকাল মেহেন্দিগঞ্জের শ্রীপুর ও আলিমাবাদ ইউনিয়নে গণসংযোগ করেন। শ্রীপুরে বিএনপি নেতা কাজী অহিদুর রহমান শতাধিক বিএনপি নেতা-কর্মী নিয়ে পংকজের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর গতকাল পর্যন্ত কোনো প্রচারণা করেননি। বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, কাশীপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার গতকাল সদর রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বরিশাল-৬ আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান গতকাল বাকেরগঞ্জ পৌর শহরে বাসায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় মনোনয়নবঞ্চিত ও গ্রুপিংয়ের শিকার নেতারাও অংশগ্রহণ করেন। সভা শেষে বিশাল শোডাউন করে উপজেলা সদরে গণসংযোগ করেন তিনি। এই আসনে মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমীন প্রচারণায় নামেননি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুরুল ইসলাম আলআমিনের পক্ষে গতকাল বিকালে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মু. রেজাউল করিম। এ ছাড়া জাসদের (ইনু) মো. মোহসীন গতকাল বাকেরগঞ্জের দাড়িয়াল এলাকায় গণসংযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর