শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফতুল্লার জালকুড়িতে শামীম ওসমানের গণসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লার জালকুড়িতে শামীম ওসমানের গণসংযোগ

সংসদ সদস্য শামীম ওসমান বৃহস্পতিবার বিকালে ফতুল্লার জালকুড়ি এলাকায় জনসংযোগ করেন। এ সময় তাকে ফুলের মালা পরিয়ে দেন ৬৫ বছরের এক বৃদ্ধা। দুপুর থেকেই ওই বৃদ্ধা অপেক্ষায় ছিলেন কখন জালকুড়িতে নির্বাচনী প্রচারণায় আসবেন এমপি। বিকাল ৪টায় এমপি এলে উপস্থিত নেতা-কর্মীদের বৃদ্ধা জানালেন, তিনি মালা পরাতে চান। মালা পরানোর পর বৃদ্ধাকে মা সম্বোধন করে বললেন, আমাকে মালা কেন দিলেন? জবাবে ভাঙা ভাঙা কণ্ঠে ওই নারী বললেন, তুমি অনেক কাজ করছ। তোমারে ফুলের মালা না বাবা, দোয়া দিছি। তুমি তো শুনছি ভোট চাও না। তাই দোয়া দিলাম। ওই সময় শামীম ওসমান উপস্থিত জনগণকে বলেন, বান্দাকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। এটা তো আল্লাহর বাণী। সেই বাণী যেন দেখতে পেলাম।

আমার তো মা নেই। এই যে মায়ের বয়সী বৃদ্ধা ভালোবেসে মালা পরিয়ে দিলেন তাতে মায়ের না থাকার কষ্ট অনেক দূর হয়ে গেল। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার তখনই খুশি হওয়া উচিত যখন আপনাদের মতো বৃদ্ধ নারী-পুরুষের মুখে হাসি দেখতে পাই।

সর্বশেষ খবর