শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
হৃদয়ে-একাত্তর

সেই টেবিলটি নিয়ে এলাম আমি

বজলুল মাহমুদ, বীরপ্রতীক

সেই টেবিলটি নিয়ে এলাম আমি

একাত্তরের ১৬ ডিসেম্বর সকাল থেকেই পাকিস্তানি হানাদর বাহিনীর কমান্ডার লে. জেনারেল নিয়াজীর রেসকোর্স মাঠে আত্মসমর্পণ দেখবার জন্য একটি খোলা জিপে সশস্ত্র অবস্থায় ঢাকা ক্লাবের সামনের   গাছের নিচে অপেক্ষা করছি। বিকাল সাড়ে ৪টার পরে হানাদার বাহিনীর কমান্ডার এলেন। সঙ্গে ভারতীয় মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল জগজিৎ সিং অরোরা। তারা আত্মসমর্পণ দলিলে সই করবেন। কিন্তু সই যে করবেন কোথায় রেখে করবেন! টেবিল তো নেই। টেবিল জোগাড় করে আনার দায়িত্ব দেওয়া হলো আমাকে। মুক্তিযোদ্ধা বন্ধু মিলু ও আরও কয়েকজন যোদ্ধা মিলে ঢুকে পড়লাম ঢাকা ক্লাবে। কাজ চালানোর মতো যুৎসই একটা টেবিল পাওয়া গেল। অতিসাধারণ টেবিল কিন্তু এটা হয়ে গেল আমাদের জাতীয় জীবনের জন্য ঐতিহাসিক সামগ্রী। কাঁধে করে টেবিলটি রেসকোর্স মাঠে নিয়ে এলাম। এভাবে বিজয়ের রক্তসূর্য উদয়ের সাক্ষী হয়ে গেলাম আমি। এসএসসি পরীক্ষা ছিল ওই অবস্থায় যুদ্ধে যাই।

অনুলিখন : জয়শ্রী ভাদুড়ী

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর