শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আহ্বায়ক দেলোয়ার সদস্যসচিব টেপা

জাপার নির্বাচন মনিটরিং সেল

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে  রেখে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা  সেল গঠন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদন ক্রমে ইতিমধ্যেই জাতীয় পার্টির মনিটরিং সেল কাজ শুরু করেছে। জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক  দেলোয়ার  হোসেন খানকে নির্বাচন মনিটরিং  সেলের আহ্বায়ক করা হয়েছে। ২০ সদস্যবিশিষ্ট মনিটরিং সেলের সদস্য সচিব করা হয়েছে জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য আলহাজ সাহিদুর রহমান  টেপাকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম  সেন্টু, আলমগীর শিকদার  লোটন, নুরুল ইসলাম নুরু, আরিফুর রহমান খান, আমানত  হোসেন আমানত, শফিউল্লাহ শফি,  মোস্তাফিজুর রহমান নাঈম, সাইফুল ইসলাম পিটু, হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, কাজী আবুল খায়ের, সুমন আশরাফ,  সৈয়দ  মো. ইফতেখার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, খন্দকার  দেলোয়ার জালালী। খেলাফত আন্দোলনের তিন প্রতিশ্রুতি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন তিনটি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে কাজ করছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিশ্রুতির কথা জানানো হয়। এক. মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার জন্য দেশের আলেম ওলামাদের দ্বারা মোটিভেশন প্রোগ্রাম চালু করা হবে এবং পাঠ্যক্রমে (কারিকুলাম) বিষয়টি আনা হবে। দেশের সব শ্রেণির সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বিষয়টির ব্যাপারে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। দুই. সংবিধানে এ কথা অন্তর্ভুক্ত করতে হবে যে,— এই সংবিধানে যাহাই লিখা থাকুক, যে ভাবেই লিখা থকুক এবং এর ভাষা যে অর্থই প্রকাশ করুক, তার যদি কোনো অনুচ্ছেদ, বাক্য, শব্দ কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তা তাত্ক্ষণিকভাবে রহিত হয়ে যাবে এবং কোরআনেই সেখানে বলবৎ হবে। তিন. কোরআনের আয়াতের অপব্যাখ্যার প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর