শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কোন্দল ভুলে এক কাতারে বিএনপি নেতারা

পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দুটি আসনেই বিভেদ ভুলে বিএনপির দুটি অংশের নেতা-কর্মীরা নির্বাচনকে ঘিরে এক হয়েছে। তাদের দাবি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে তারা সবাই এক হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে একসঙ্গে কাজ করবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের কোন্দলের অবসান হলো। বিএনপির নেতা-কর্মীরা একযোগে কাজ করায় এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নির্বাচনের লড়াইটাও বেশ জমবে। পঞ্চগড়-১ আসন পঞ্চগড়, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত। মূলত জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্বে জেলা বিএনপি বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্ব দিয়ে থাকেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী পরিষদের সদস্য জমির উদ্দিন সরকার। আরেক পক্ষের নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি ও পঞ্চগড় পৌরসভার পৌর মেয়র তৌহিদুল ইসলাম। ২০১৪ সালের পর থেকে কমিটিহীনভাবেই চলছে জেলা বিএনপি। বিএনপি থেকে জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির ও পৌর মেয়র তৌহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। চূড়ান্ত মনোনয়ন পান ব্যারিস্টার নওশাদ জমির। এর পরও দুই পক্ষের বিভেদ ছিল স্পষ্ট। তবে বৃহস্পতিবার দুপুরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ অপর অংশের নেতা-কর্মীদের নিজ বাড়িতে দাওয়াত করেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম। এ সময় ধানের শীষের প্রার্থী নওশাদ জমিরকে জয়ী করতে সবাই এক হয়ে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় জমির উদ্দিন সরকার, বিএনপির প্রার্থী নওশাদ জমির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মেহের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চগড়-২ আসন বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা আকতার ও ফরহাদ হোসেন আজাদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় ফরহাদ হোসেন আজাদকে। এর পরও দ্বন্দ্ব স্পষ্ট ছিল। গত ১১ ও ১২ ডিসেম্বর বোদা ও দেবীগঞ্জ উপজেলার দুই অংশের নেতা-কর্মীরা একত্রে বসে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে জয়ী করার জন্য কাজ করার বিষয়ে আশ্বস্ত করেন। এর মাধ্যমে এ আসন নিয়ে বিএনপির দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর