শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ বিএনপি প্রার্থীরা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নির্বাচনের মাঠ সরগরম করে তুলেছেন আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা। সকাল থেকে প্রচারণা চলছে রাত অবধি। সঙ্গে থাকছেন তৃণমূলের নেতা-কর্মীরা। 

বৃহস্পতিবার সকালে নগরের চকবাজার এলাকার মিসকিন শাহ্ (রহ.) মাজার জিয়ারত করে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নৌকার এই প্রার্থীর পক্ষে প্রথমবারের মতো প্রচারণায় নামেন একই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। নগরের চকবাজার,  চট্টগ্রাম কলেজ রোড, গুলজার মোড়, কাপাসগোলা, কাঁচাবাজার, প্রবর্তক মোড়, চমেক হাসপাতাল গেট, চট্টেশ্বরী রোডসহ আরও কয়েকটি এলাকায় দিনভর প্রচারণা চালান নওফেল। এর আগে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীর বিএসসির বাসায় যান নওফেল। প্রচারণায় অংশ নেন চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, ঢামেক ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া। চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনও তার নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গতকাল প্রচারণা চালান। সকাল ১০টায় সরাইপাড়া ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করে তিনি পাহাড়তলী এলাকার সিগন্যাল কলোনি, সিডিএ মার্কেট, আশরাফ আলী রোড, ডিটি রোড, টাইগারপাস, আমবাগান, কান্তাপুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এদিকে, নির্বাচনী প্রচারণার মাঠে গতকাল সরব ছিল বিএনপির প্রার্থীরাও। সকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১ আসনের চৌমহনীর খানবাড়ির সামনে থেকে প্রচারণা শুরু করে এ আসনের বেশ কয়েকটি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান। দিনভর নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। গণসংযোগের সময় আমীর খসরু বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সরকারসহ কোনো মহল এ জোয়ারকে থামাতে পারবে না। নির্বাচন সুষ্ঠু হলে চট্টগ্রামসহ সারা দেশের বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন কারাগারে থাকায় গতকালও তার পক্ষে নেতা-কর্মীরা নগরের কাজির দেউড়ি, আসকার দীঘি, মেহেদীবাগসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর