রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ড. কামালের গাড়িবহরে হামলা তদন্ত করে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ওই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গে ড. কামাল হোসেনের দুর্ব্যবহার কাম্য নয় বলেও মন্তব্য করেন। গতকাল রাজধানীতে ‘পতাকার বিজয়’ শিরোনামে আয়োজিত জাতীয় পতাকা নিয়ে এক মিছিলে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী নেতা-কর্মীদের ঢালাও গ্রেফতার চলছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, নতুন করে কোনো ওয়ারেন্ট হয়নি। যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আগে থেকেই ওয়ারেন্ট ছিল। শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতারা। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ঐক্যফ্রন্টের নেতাদের গাড়িবহরে হামলা হয়। এর আগে বুদ্ধিজিবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে জামায়াতে ইসলামী সম্পর্কিত এক প্রশ্নে ক্ষিপ্ত হন ড. কামাল হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর