রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
জাতীয় প্রেস ক্লাব নির্বাচন

সাইফুল-ফরিদা প্যানেলকে বিজয়ী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত সাইফুল-ফরিদা প্যানেল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। পাশাপাশি বিজয়ের মাসে জাতীয় নির্বাচনের আগে প্রেস ক্লাবের নেতৃত্ব নিজেদের হাতে রাখতে চান ফোরামের অন্যান্য নেতাও। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাইফুল-ফরিদা প্যানেল পরিচিতি সভায় এসব কথা বলেন সাংবাদিক নেতারা। ফোরামের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্যানেল মনোনয়ন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে মান অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি থাকতে পারে। কিন্তু ১৮ ডিসেম্বরের নির্বাচনে সব ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার বিকল্প নেই। নিজেদের ভুলে নির্বাচনে পরাজিত হলে বিজয়ী হবে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব স্বাধীন সাংবাদিকতা ও মর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই প্যানেল কাজ করবে। পরে সাইফুল-ফরিদা প্যানেলের ১৭ সদস্যকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় প্যানেল পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিয়া, সাবেক মহাসচিব আবদুল জলিল ভুইয়া, দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন। পরিচিতি সভায় মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীদের বিজয়ী করতে ক্লাব সদস্যের অনুরোধ জানান সভাপতি প্রার্থী সাইফুল আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদা ইয়াসমিন। তারা দুজনই প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে জাতীয় প্রেস ক্লাব পরিচালনা হবে মুক্তিযুদ্ধের চেতনায়। পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের মর্যাদা সমুন্নত রাখাসহ সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর