শিরোনাম
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আচরণবিধি লঙ্ঘন ও পোস্টার ছিঁড়াছিঁড়ির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আচরণবিধি নিয়ে চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। গত এক সপ্তাহে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে শতাধিক অভিযোগ। এর মধ্যে অধিকাংশ অভিযোগ পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার। বিএনপির পক্ষ থেকে প্রতিটি উপজেলা থেকে গড়ে দুটি করে অভিযোগ করা হয়েছে এই এক সপ্তাহে। বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছেন। এছাড়া নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার, ফেস্টুন ব্যবহার করছেন। এনিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। জেলা বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, রাজশাহী-২ ও রাজশাহী-৩ আসনে সবচেয়ে বেশি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। এনিয়ে গত এক সপ্তাহে রিটার্নিং কর্মকর্তার কাছে ৪০টির বেশি লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত পোস্টার ছিঁড়ে ফেলা বা ফেস্টুন খুলে ফেলার ঘটনা বন্ধ হয়নি।

বাঘায় বিএনপির ৩৭ নেতা-কর্মীর নামে মামলা : রাজশাহীর বাঘায় নৌকার পোস্টার পোড়ানোর অভিযোগে বিএনপির ৩৭ নেতা-কর্মীর নামে থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের নামে এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীঘা বাজারে নৌকার পোস্টার টানানো ছিল। বিএনপির নেতা-কর্মীরা এই পোস্টার নামিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এ সময় দীঘার স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানতে পেরে একত্রিত হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরের দিন শুক্রবার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিপন আলী বাদী হয়ে বিএনপির ৩৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে বাঘা থানায় মামলা দায়ের করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, এবিষয়ে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর