রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাবা বেঁচে থাকলে এখন আওয়ামী লীগ করতেন না : রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘বাবা বেঁচে থাকলে এখন আর আওয়ামী লীগ করতেন না। বাবার স্বপ্ন পূরণ করতেই আমি এমপি প্রার্থী হয়েছি। বড় চাকরি ছেড়ে আজ জনগণের সেবায় এসেছি।’ রেজা কিবরিয়া গতকাল বিকালে বাহুবলের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। তিনি বলেন, ‘বাবার ইচ্ছা ছিল বাহুবল-নবীগঞ্জের এমপি হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। বাবার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। বাবার স্বপ্ন পূরণেই আমি এমপি প্রার্থী হয়েছি। বাবার স্বপ্ন পূরণ করতে আমি বিদেশে অনেক টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে এসেছি। আমি পাবলিক সার্ভেন্ট হিসেবে জনগণের মধ্যে বেঁচে থাকতে চাই।’ তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, ‘ওরা আমাদের ভয় পায়, তাই ড. কামাল হোসেন, আ স ম রব ও আমার ওপর হামলা চালায়। আমরা ভীরু নই, হামলা-মামলা ভয় পাই না।’ তিনি বলেন, ‘দেশ এখন অন্ধকারে। ৩০ ডিসেম্বরের পর আলোয় ফিরে আসবে আমাদের এ প্রিয় দেশ।’ এর আগে বিকালে ড. রেজা কিবরিয়া নেতা-কর্মীদের নিয়ে পুরো বাহুবল বাজার ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। উপজেলায় মহাজোট প্রার্থীদের পোস্টার দেখা গেলেও ধানের শীষের পোস্টার দেখা যায়নি। গ্রেফতারের ভয়ে গা-ঢাকা দিয়েছেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। তবে তাদের বিশ্বাস ৩০ ডিসেম্বর সারা দিন ধানের শীষের নীরব ভোট বিপ্লব হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজুসহ অঙ্গসংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর