মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

মামলা নিয়ে হতাশা বিএনপিতে

খুলনা

সামছুজ্জামান শাহীন, খুলনা

মামলা নিয়ে হতাশা বিএনপিতে

আগামী সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। জয়ের ধারা বজায় রাখতে নিবিড় প্রচারণায় নেতা-কর্মীরা। কুয়াশা ভেজা ভোর থেকে মাঝরাত পর্যন্ত চলছে নৌকার সমর্থনে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ। অন্যদিকে, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে আতঙ্ক। নির্বাচনী মাঠে প্রচারণায় কীভাবে নামবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। খুলনা-২ আসনে জাতীয় ঐক্যজোট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরির পুরনো খেলায় মেতেছে। নির্বাচনী প্রচারণায় হামলা ও মিথ্যা মামলায় হয়রানিতে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, তফসিল ঘোষণার পর যে উচ্ছ্বাস নিয়ে নেতা-কর্মীরা মাঠে নেমেছিল, গত কয়েকদিনের হামলা-মামলায় তা হতাশায় পরিণত হয়েছে। অপরদিকে বিএনপি-জামায়াত জোটের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, ‘খুলনা-৫ ও ৬ আসনে বিএনপির ছত্রছায়ায় ধানের শীষ প্রতীকে জামায়াত নির্বাচন করছে। নির্বাচনে যুদ্ধাপরাধী ও ষড়যন্ত্রকারীদের পরাজিত করে চিরতরে তাদের রাজনীতি বন্ধ করে দিতে হবে।’

জানা যায়, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ প্রচার-প্রচারণা শুরু করলেও বিএনপি এখনো নির্বাচনী মাঠ গুছিয়ে নিতে পারেনি। খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আবুল কালাম আজাদসহ মহানগর বিএনপির আটক ১৫৯ নেতা-কর্মীর মুক্তি না দেওয়ায় বিএনপি জোটে হতাশা রয়েছে। সেই সঙ্গে ডুমুরিয়া ও ফুলতলা থানায় নতুন করে নাশকতার চার মামলায় শতাধিক নেতা-কর্মীকে আসামি করায় নাস্তানাবুদ হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। জামায়াতের নায়েবে আমির ও খুলনা-৫ আসনে বিএনপি জোটের প্রার্থী গোলাম পরওয়ার বলেন, ‘সাধারণ ভোটাররা আওয়ামী লীগের কর্মকাণ্ডে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফুলতলায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের নাটক সাজিয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। বোমা হামলা ও অগ্নিসংযোগের চার ঘণ্টা আগে জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইনসহ তিনজনকে আটক করে সাজানো ওই মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া ঘটনার পর দামোদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ জমাদ্দারসহ ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’ খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘গত এক সপ্তাহে আওয়ামী লীগ যা করেছে তাতে সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়।’ এদিকে গতকাল সকালে নগরীর ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে পথসভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, ‘বিএনপি মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করে। খুলনা-৫ আসনে তারা আওয়ামী লীগ অফিসে পেট্রলবোমা হামলা চালিয়েছে। নিজেরা নিজেদের কর্মীকে মারধর করে সেটিও আওয়ামী লীগের কাঁধে চাপানোর অপচেষ্টা করেছে।’ খুলনা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মন্নুজান সুফিয়ান সাধারণ ভোটারদের সতর্ক থাকে বিএনপি-জামায়াতের মিথ্যাচারে কর্ণপাত না করে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া খুলনা-২ আসনে মহাজোটের প্রার্থী শেখ সালাহউদ্দিন বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা ব্যাপক উদ্যোগ নিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সাধারণ ভোটাররা নৌকায় ভোট দেবেন।

সর্বশেষ খবর