শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেট সদরে বিএনপি ক্ষুব্ধ আওয়ামী লীগ উচ্ছ্বসিত

ইনাম চৌধুরীর দল বদল

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বিএনপি নেতা ইনাম আহমদ চৌধুরীর আওয়ামী লীগে যোগদানের ঘটনায় উচ্ছ্বসিত সিলেট আওয়ামী লীগ। অন্যদিকে দারুণ ক্ষুব্ধ বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ (মহানগর-সদর) আসনে ঐক্যফ্রন্টের মনোনয়ন চেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। বিএনপির দলীয় মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তাকে দলীয় প্রার্থী করতে সিলেট বিএনপির একাংশের নেতারাও মাঠে নেমেছিলেন আটঘাট বেঁধে। তার পক্ষে বিবৃতি দিয়ে মনোনয়ন চেয়েছিলেন দলের ১৫১ নেতা। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাননি ইনাম। দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের হাতে ধানের শীষ প্রতীক উঠলে অভিমান নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। গত বুধবার সন্ধ্যায় ইনাম চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগে। তার এই যোগদানকে রাজনৈতিক

বিশ্লেষকরা মনে করছেন মনোনয়ন বঞ্চনার চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে ইনাম চৌধুরীর দলবদলে দারুণ ক্ষুব্ধ সিলেট বিএনপির নেতারা। দলের ক্রান্তিকালে তার এই দলবদলকে ‘বিশ্বাসঘাতকতা’ বলেই অভিহিত করছেন তারা। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা এতদিন জেনেছি রক্তের রং লাল। এখন জানলাম রক্তের রং সাদাও হয়। ইনাম আহমদ চৌধুরী সেটি দেখালেন। তার মতো বয়োজ্যেষ্ঠ মানুষ এমন একটা সময় দল পরিবর্তন করলেন যখন জাতি একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। জাতি দুঃশাসন থেকে মুক্তির পথ খুঁজে নিচ্ছে। আর এমন সময় তিনি সেই দুঃশাসনের ভিড়েই নিজেকে জড়িয়ে নিলেন।’ পাশপাশি ইনাম আহমদ চৌধুরীর যোগদানে খুশি সিলেট আওয়ামী লীগ নেতারা।

 এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘ইনাম আহমদ চৌধুরী একজন সজ্জনব্যক্তি। তাকে বিএনপিতে মানায় না।’

সর্বশেষ খবর