শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকার প্রচারণায় ব্যস্ত সোহেল তাজ

গাজীপুর-৪

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ভোটের মাঠের হিসেব যেন ততটাই পাল্টে যাচ্ছে। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে আটঘাট বেঁধে নেমেছেন নেতা-কর্মীরা। রোদ, বৃষ্টি, শীত উপেক্ষা করে নির্বাচনী আসনের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। তবে গাজীপুর-৪ কাপাসিয়া আসনের চিত্রটা যেন একটু ভিন্ন। সোহেল তাজ এখন ভোটের মাঠে নৌকার প্রচারণায়। দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজকে ভোটের মাঠে পেয়ে দলীয় নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। সোহেল তাজ এসেছেন এমন খবর পেয়ে এখানকার সাধারণ ভোটাররাও প্রচারণায় অংশ নিচ্ছেন বলে জানায় স্থানীয়রা। বুধবার বিকালে কাপাসিয়া বাজারে সরজমিনে দেখা গেছে, বাজারে প্রবেশ করতেই সাধারণ ভোটারদের ভিড় জমে সোহেল তাজকে প্রচারণায় দেখে। এ সময় সোহেল তাজকে দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত অনেকে নৌকায় ভোট দিবেন এমন কথাও দেন সোহেল তাজকে। কাপাসিয়ার প্রাণকেন্দ  কাপাসিয়া বাজারের অলি-গলিতে ভোট চেয়ে বেড়ান সোহেল তাজ। প্রচারণায় ভোটারদের উদ্দেশে সোহেল তাজ বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনুন। তাহলে দেশের উন্নয়ন হবে।

কাপাসিয়ার উন্নয়ন হবে। আমার মেঝো বোন সিমিন হোসেন রিমি আপনাদের কাজ করে যাচ্ছেন। ৩০ ডিসেম্বর নির্বাচনে রিমি আপাকে জয়ী করুন। আমার বোন নির্বাচন করা মানে আমার নির্বাচন করা। আমি আপনাদের সোহেল তাজ হিসেবে আছি, থাকতে চাই।

আমার বাবা শহীদ বঙ্গতাজ তাজউদ্দীনের প্রতি বরাবরই কাপাসিয়ার জনগণ আন্তরিক। আর সেটার বহিঃপ্রকাশ ঘটে নির্বাচনের সময়। আজ নির্বাচন এসেছে, তাই ঘরে বসে থাকতে পারিনি। চলে এসেছি নির্বাচনী প্রচারণায়। প্রচারণার ফাঁকে কাপাসিয়া প্রেস ক্লাবে যান সোহেল তাজ। এ সময় উপস্থিত সাংবাদিকদের খোঁজ খবর নেন।  গাজীপুরের প্রবীণ সাংবাদিক শীতলক্ষ্যার সম্পাদক শেখ তমিজ উদ্দিন খোকার স্বাস্থ্যের খবর নেন সোহেল তাজ। পরে তরগাঁও এলাকায় রিমির পথসভায় অংশ নেন। অপরদিকে নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমি কাপাসিয়ার কড়িহাতা, তরগাঁও ইউনিয়নের ২০টি এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

সর্বশেষ খবর