মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে বেড়েছে পাসের হার কমেছে জিপিএ-৫

সেরাদের সেরা খাস্তগীর স্কুল

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.৫২ শতাংশ। ২০১৭ সালে পাসের হার ছিল ৮১.১৭ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার ০.৩৫ শতাংশ বেড়েছে। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী। ২০১৭ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৩১৫ জন। অন্যদিকে সেরাদের সেরা হয়েছে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। জেএসসি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে তারা। গতকাল দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন। তিনি বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২৪০টি বিদ্যালয়ের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন পরীক্ষার্থী।

জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান : এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৬ জন। এ ছাড়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে      ১৯৮ জন, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৭২ জন। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৬৪ জন শিক্ষার্থীর জিপিএ-৫ পেয়েছেন। এদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ৮৯টি। এর মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশ নেওয়ায় পাসের হারের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রথমে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা (বাওয়া) উচ্চবিদ্যালয় ও কলেজ।

 

সর্বশেষ খবর